ঔপনিবেশিক শিকল ভাঙায় সিএআর-এর ‘ভুল চাবি’ বিটকয়েন?
আফ্রিকার দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক (সিএআর)-তে ‘অনুমোদিত মুদ্রা’ হিসেবে স্বীকৃতি পেয়েছে বিটকয়েন। এর আগে দেশের প্রচলিত মুদ্রা ব্যবস্থার পাশাপাশি অনুমোদিত মুদ্রা হিসেবে এল সালভাদরে স্বীকৃতি পেয়েছিল ক্রিপ্টো মুদ্রা ব্যবস্থাটি।
হীরা, সোনা এবং ইউরেনিয়ামের মতো খনিজ সম্পদে সমৃদ্ধ হয়েও বিশ্বের সবচেয়ে গরীব দেশগুলোর একটি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক।
দেশটিতে গৃহযুদ্ধ ও সহিংস রাজনৈতিক সংঘাত চলেছে টানা কয়েক দশক ধরে। বর্তমানে রাশিয়ার সঙ্গে বন্ধুসুলভ সম্পর্ক আছে দেশটির। রয়টার্স জানিয়েছে, দেশটির বিদ্রোহী দলগুলোকে সমর্থন দিয়ে আসছে রাশিয়ার আধা-সামরিক নিও নাৎসি সংগঠন ‘ওয়্যাগনার গ্রুপ’-এর ভাড়াটে যোদ্ধারা।
এমন পরিস্থিতিতেই বিটকয়েনকে অনুমোদিত মুদ্রার স্বীকৃতি দিল দেশটির সরকার। দেশটির রাষ্ট্রপতির দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, বিটকয়েনকে অনুমোদিত মুদ্রা হিসেবে স্বীকৃতি দিতে সর্বসম্মতভাবে ভোট দিয়েছেন দেশটির আইনপ্রণেতারা।