সহজে মেলে না সুলভ মূল্যের দুধ, ডিম, মাংস

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ১৩:৪২

রাজধানীর রামপুরার জামতলা এলাকার বাসিন্দা মিলি আক্তার টেলিভিশনে সরকারিভাবে সুলভ মূল্যের দুধ, ডিম, মাংস বিক্রির খবর দেখেছেন। খোঁজখবর করে গতকাল বুধবার নিজেও সুলভ মূল্যের পণ্য কিনতে গিয়েছিলেন খিলগাঁও রেলগেট এলাকায়। সেখানে মোটামুটি লম্বা সময় অপেক্ষা করেও সুলভ মূল্যের ভ্রাম্যমাণ গাড়ির দেখা পাননি তিনি। এরপর বৃহস্প্রতিবার (২৮ এপ্রিল) আবারও এলেন রামপুরা টিভি গেট এলাকায়। উদ্দেশ্য সুলভ মূল্যে পণ্য কেনা। কিন্তু আসতে কিছুটা দেরি হওয়ায় আজও খালি হাতেই ফিরতে হয়েছে তাকে।


ভ্রাম্যমাণ ট্রাকের সামনে অসংখ্য মানুষের ভিড়ে লাইনে দাঁড়ানোরই সুযোগ পাননি মিলি আক্তার। তবে আজ তিনি ভ্রাম্যমাণ গাড়ির বিক্রয়কর্মীদের থেকে ভালোভাবে খোঁজ নিয়েছেন। সে মোতাবেক আগামীকাল শুক্রবার সকাল ঠিক ৯টায় তিনি ট্রাকের সামনে সিরিয়াল দেবেন। মিলি আক্তার জাগো নিউজকে বলেন, কম দামে পণ্য কেনার আশায় দুদিন ঘুরছি ভ্রাম্যমান ভ্যানের পেছনে। ঈদের জন্য মাংস দরকার। দুধ-ডিমও। ভাইয়েরা (বিক্রয়কর্মী) কাল সকালে আসতে বলেছেন। গাড়ির ফোন নম্বর নিয়েছি। কাল আবার চেষ্টা করবো। দেখি, তা-ও যদি কিছু পাই। ‘বাসাবাড়িতে কাজ করে সীমিত আয়ে ভালো-মন্দ কিনে খাওয়া-পরা খুব কঠিন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও