ঈদে অতিরিক্ত ভাড়ার নামে লুট হবে ৮ হাজার কোটি টাকা: যাত্রী কল্যাণ সমিতি

www.ajkerpatrika.com ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ১৩:৪২

ঈদযাত্রাকে কেন্দ্র করে প্রতিটি রুটে দ্বিগুণেরও বেশি ভাড়া নিয়ে পরিবহন মালিক ও চাঁদাবাজরা অতিরিক্ত ৮ হাজার কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায় করবে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ জানান সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। 


সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মোজাম্মেল হক বলেন, ‘সড়ক পথে ৪০ কোটি ট্রিপ যাত্রায় যাত্রী প্রতি গড়ে ১০০ টাকা বাড়তি দিলেও প্রায় ৪ হাজার কোটি টাকা এবং নৌ, রেল ও আকাশ পথে ২০ কোটি ট্রিপ যাত্রায় যাত্রী প্রতি গড়ে ২০০ টাকা অতিরিক্ত আদায় হলে প্রায় ৪ হাজার কোটি টাকা বাড়তি ভাড়া আদায় হবে। এবারের ঈদে ৮ হাজার কোটি টাকার বেশি ভাড়া নৈরাজ্যকারী সিন্ডিকেটের পকেটে যাবে।’ 


আকাশ পথেও ভাড়া নৈরাজ্য চরমে পৌঁছেছে জানিয়ে মোজাম্মেল হক বলেন, ‘ঢাকা-বরিশাল ৬১ অ্যারোনটিক্যাল মাইলের উড়োজাহাজের ভাড়া দেড় হাজার কিলোমিটার দূরত্বে অবস্থিত ঢাকা-ব্যাংককের ভাড়ার চেয়ে প্রায় দেড়গুণ বাড়তি আদায় করা হচ্ছে। এই রুটে একটি বেসরকারি বিমানের ৪ হাজার টাকার ভাড়া এখন ১০ হাজার ৮০০ টাকা। নভোএয়ারের ৪ হাজার ৮০০ টাকার ভাড়া এখন ৮ হাজার ৪০০ টাকা। বাংলাদেশ বিমানে ৩ হাজার টাকার ভাড়া ৭ হাজার ৪০০ টাকা। ঢাকা-সৈয়দপুর, ঢাকা-কক্সবাজার রুটে ৪ হাজার ৫০০ টাকার নিয়মিত ভাড়া ১০ থেকে ১২ হাজার টাকায় ঠেকেছে।’ 


শুক্রবার থেকে বিভিন্ন রুটের বাস, লঞ্চ ও বিমানের ভাড়া আরও বাড়তে পারে এমন শঙ্কা জানিয়ে মোজাম্মেল হক বলেন, ‘শুক্রবার থেকে এসব ভাড়া দ্বিগুণে পৌঁছে যাওয়ার আশঙ্কা করছি। চট্টগ্রাম থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে ইতিমধ্যে দ্বিগুণ ভাড়া আদায় হচ্ছে। স্বল্প দূরত্বে যেতে চাইলেও টিকিট নেই বলে বেশি দূরত্বের টিকিট কিনতে যাত্রীদের বাধ্য করা হচ্ছে। রেলের ৩৫০ টাকার টিকিট কালোবাজারিদের কাছ থেকে ১ হাজার ৫০০ টাকায় কেনার খবর ভাইরাল হয়েছে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও