মসজিদে জমি দিয়েছেন হিন্দু, শ্মশানে মুসলমান

বিডি নিউজ ২৪ ফকিরহাট প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ০৯:৩৮

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মসজিদের জন্য এক হিন্দু অধ্যাপক আর শ্মশানের জন্য এক মুসলমান রাজনীতিবিদ জমি দান করে প্রশংসিত হয়েছেন।


জমিদাতা দুজন হলেন ফকিরহাট আজাহার আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রণব কুমার ঘোষ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মিজানুর রহমান।


সম্প্রতি জেলায় আয়োজিত এক সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনমেলায় বিষয়টি আলোচনায় এলে ব্যাপকভাবে প্রচার হয়।  


ফকিরহাটের উপর দিয়ে কয়েক বছর আগে খুলনা-মাওয়া মহাসড়ক চালু হলে ফকিরহাট সদর ইউনিয়নের আট্টাকি গ্রামের মোড়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এর নাম হয় বিশ্বরোডের মোড়।


এ উপজেলার ওপর দিয়ে এখন ১৮ জেলার মানুষ নিয়মিত যাতায়াত করে। বিশ্বরোডের মোড়ে গড়ে উঠেছে বাসস্ট্যান্ড ও বহু দোকানপাট।


সেখানে কোনো মসজিদ না থাকায় স্থানীয়রা বিশ্বরোডের মোড়ের এক জমির মালিক প্রণব কুমার ঘোষের কাছে জমি চেয়েছিলেন। প্রণব ঘোষ রাজি হয়ে যান এবং মসজিদের জন্য জমি দান করেন।


শুরুতে সেখানে গড়ে ওঠে ছোট নামাজ ঘর। পরে ৪০ শতক জমির ওপর দ্বিতল মসজিদ ভবন নির্মিত হয়।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও