হিলিতে দুদিনের ব্যবধানে রসুনের দাম দ্বিগুণ

বাংলা ট্রিবিউন হিলি প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২, ১৭:০৭

দিনাজপুরের হিলিতে দুদিনের ব্যবধানে রসুনের দাম দ্বিগুণ হয়েছে। দুদিন আগেও যেখানে প্রতি কেজি রসুন ৩০ টাকায় বিক্রি হয়েছে, তা এখন ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কম থাকায় বেড়েছে রসুনের দাম।


হিলি বাজারে রসুন কিনতে আসা মোফাজ্জল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাজারে কোনও পণ্যের দাম নিয়ন্ত্রণে নেই। যে যেভাবে পারছে জিনিসপত্রের বাড়তি দাম হাঁকাচ্ছে। ঈদ আসতে না আসতেই ব্যবসায়ীরা রসুনের দাম বাড়িয়ে দ্বিগুণ করেছে। বাজারে তো রসুনের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এটি ব্যবসায়ীদের কারসাজি ছাড়া আর কিছুই না। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও