‘গ্যাসের দাম বাড়াতে না চাইলে প্রক্রিয়া বন্ধের নির্দেশ আসা দরকার’
সরকার যদি গ্যাসের দাম বাড়াতে না চায়, তাহলে এখনই উচ্চ পর্যায় থেকে দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধ করা ও বিতরণ কোম্পানিগুলোকে প্রস্তাব প্রত্যাখ্যানের পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ঈদের পর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দাম বাড়ানোর আদেশ দিতে পারে।
বুধবার (২৭ এপ্রিল) কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত ‘ন্যায্যতা উপেক্ষা করে গ্যাস বাণিজ্য কার স্বার্থে’ শীর্ষক এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ক্যাব সভাপতি গোলাম রহমান। গোলাম রহমান বলেন ‘মূল্য বৃদ্ধির এখন সময় না। দেশে এখন যে হারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, এই অবস্থায় গ্যাসের দাম বাড়ানো হবে—আগুনে ঘি ঢালার মতো।