মানবদেহে প্রথমবারের মতো বার্ডফ্লুর এইচ৩এন৮ ধরন শনাক্ত
চীনে এক শিশুর দেহে প্রথমবারের মতো বার্ডফ্লুর এইচ৩এন৮ ধরন শনাক্ত করা হয়েছে। তবে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, মানুষের মধ্যে ধরনটির ব্যাপক সংক্রমণের ঝুঁকি কম।
বার্ডফ্লুর এইচ৩এন৮ ধরনটি ২০০২ সালে উত্তর আমেরিকায় প্রথম শনাক্ত হয়। এর আগে এই ধরনে ঘোড়া, কুকুর আক্রান্ত হলেও মানুষের মধ্যে এর সংক্রমণ হয়নি।