হেলমেটধারীরা সবাই ‘সন্ত্রাসী’, ছাত্রলীগের কোনো ‘অস্তিত্ব’ নেই: পুলিশ
রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়। তাঁদের মধ্যে একজন কুরিয়ার কর্মী নাহিদ হোসেন, অন্যজন দোকানকর্মী মোরসালিন। হত্যা মামলার তদন্তকারী সংস্থা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেছেন, ‘নাহিদ হত্যা মামলার আসামিদের শনাক্ত করা গেলেও মোরসালিন কীভাবে মারা গেছেন সেটা নিশ্চিত হতে পারেননি তাঁরা। তবে তাঁদের ধারণা, সংঘর্ষে ইটের আঘাতেই মারা গেছেন তিনি।’
আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম।
মাহবুব আলম বলেন, ‘ঘটনার তদন্তে তাঁদের হাতে ইতিমধ্যে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ চলে এসেছে। শিগগিরই আসামিদের গ্রেপ্তার করা হবে।’