![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2022/Apr/1651042688_birdflu.jpg)
Bird Flu: বার্ড ফ্লু-র আর এক প্রজাতির প্রথম বার সংক্রমণ মানবদেহে, ধরা পড়ল সেই চিনেই
মানবদেহে অ্যাভিয়ন ফ্লু-র এইচ৩এন৮ প্রজাতির প্রথম সংক্রমণ ধরা পড়ল চিনে। আক্রান্ত হয়েছে চার বছরের এক শিশু। যদিও চিনের স্বাস্থ্য মন্ত্রক দাবি করেছে, এই ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেকটাই কম। তবে এ বিষয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।
চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন মঙ্গলবার জানিয়েছে, মধ্য হেনান প্রদেশে চার বছরের একটি শিশু জ্বরে আক্রান্ত হয়। শারীরিক পরীক্ষার পর জানা যায়, শিশুটি অ্যাভিয়ান ফ্লু-তে আক্রান্ত। জ্বর এবং অন্যান্য উপসর্গ থাকায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।