You have reached your daily news limit

Please log in to continue


আসছে ঈদেও সাড়া ফেলতে পারে ‘বব সিজন ২’

রোমান্স থেকে কমেডি, রহস্য থেকে অ্যাকশন, এবং শিহরণ জাগানো দুর্দান্ত থ্রিলিং সব গল্প নিয়ে গেল বছর প্রথমবারের মতো ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম বঙ্গ আয়োজন করে বেজড অন বুকস (বব) সিজন ওয়ান।

এবার আসছে পরের সিজন! আগের বারের মতোই সিজন-২ এ থাকছে সকল প্রজন্মের দর্শক উপযোগি ড্রামা, কমেডি, রোমান্স, অ্যাকশন, থ্রিলার ও প্যারানরমাল জনরার সাতটি অরিজিনাল টেলিফিল্ম। বাংলা সাহিত্যের ভাণ্ডার সমৃদ্ধ থাকা সত্ত্বেও নাটক, চলচ্চিত্রে সাহিত্যের উপস্থাপন তুলনামূলক কম। সেই ভাবনা থেকেই সাহিত্যকে পর্দায় তুলে আনার প্রচেষ্টা নিয়ে গেল বছর থেকে বঙ্গ শুরু করে বিশেষ প্রজেক্ট ‘বঙ্গ বব’ (বেজড অন বুকস)। প্রথম সিজনে প্রচারের পর যেমন প্রশংসিত হয়েছিল তেমনি দর্শকদের মধ্যে সেইসব কনটেন্ট সাড়া ফেলেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন