![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-04%252Fec5b982c-b3ab-4dfd-898e-13ccca364d37%252F279170422_1211273642973906_7120155620004174348_n.jpg%3Frect%3D0%252C45%252C1440%252C960%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
বয়সীরাও রোজা রাখবেন, তবে...
প্রথম আলো
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২, ১৭:০৩
রোজায় বয়স্কদের সুস্থ থাকা খুব গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে জিরোক্যাল নিবেদিত প্রথম আলো অনলাইনের আয়োজন ‘সুষম খাবার তালিকা নির্ধারণ: সুস্থ থাকুন রমজানেও’ অনুষ্ঠানে আলোচনা করেছেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের হেড অব ভাস্কুলার সার্জারি, সহযোগী অধ্যাপক ও কনসালটেন্ট ডা. সাকলায়েন রাসেল।