ফুরিয়ে যাচ্ছে গ্যাসের মজুদ, ১০ বছর পর কী হবে জানে না কেউ
লেট গ্যাস ফিল্ডস লিমিটেডের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র কৈলাশটিলা থেকে ২০১৬ সালে প্রতিদিন প্রায় ৬৯ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হতো, চলতি বছরের জানুয়ারিতে সেটা নেমে এসেছে ২৯ মিলিয়ন ঘনফুটে।
১৯৬২ সালে আবিষ্কৃত এই গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৮৩ সালে। মোট ৭টি কূপের ৫টি থেকেই এখন গ্যাস উত্তোলন বন্ধ আছে। কর্তৃপক্ষ বলছে, ওই ৫টি কূপের তিনটির উৎপাদন আগেই বন্ধ হয়েছে। গত বছর দুটো কূপে গ্যাসের বদলে পানি আসায় বন্ধ করা হয়েছে।
কিন্তু এই দুটি কূপ থেকে পানি ওঠাকে বিশেষজ্ঞরা বলছেন 'অস্বাভাবিক'। কর্তৃপক্ষের তালিকাতেও কূপ দুটো 'সম্ভাবনাময়'। তবে কেন সেখানে পানি আসছে, সেটা পরীক্ষা করে দেখা হয়নি।