গণতন্ত্র আছে বলেই শেখ হাসিনা বারবার ক্ষমতায় আসছেন: মতিয়া চৌধুরী

www.ajkerpatrika.com নকলা প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২, ১৪:০১

দেশে গণতন্ত্র আছে বলেই শেখ হাসিনা বারবার ক্ষমতায় আসছেন বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। আজ মঙ্গলবার সকালে শেরপুরের নকলায় পৌর ভবনে পৌরসভার আয়োজনে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সাবেক কৃষিমন্ত্রী বলেন, ‘দেশে গণতন্ত্র আছে বলেই শেখ হাসিনা বারবার ক্ষমতায় আসছেন। দেশের উন্নয়ন করছেন। দেশের মানুষ গণতন্ত্রের স্বাদ ভোগ করছেন।’


মতিয়া চৌধুরী বলেন, ‘ভিজিএফ, ভিজিডি, নগদ টাকা সহায়তা—যা-ই বলেন, সবই জনগণের ট্যাক্সের টাকা থেকে সংগ্রহ করা। তাই এগুলো আমি প্রকাশ্য দিবালোকে বিতরণ করতে পছন্দ করি। পেছন থেকে কেউ যেন আঙুল তুলতে না পরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এমনটি চান।’


আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, আগে মানুষ জানতেই পারত না কখন ভিজিএফ এল, ভিজিডি এল, নগদ টাকা সহায়তা এল; পাওয়া তো অনেক দূরের কথা। এখন দেশে সেই অবস্থা নেই। শেখ হাসিনা দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছেন। নিরাপত্তা দিয়েছেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। দেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন। শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের কারণেই বাঙালি জাতি আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও