কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এক চিলতে জমি নিয়ে পুলিশ আর সাধারণের ‘অসম যুদ্ধ’

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২, ১৮:১৬

নিউ মার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজ ছাত্রদের মারামারিতে ওই এলাকাটা রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছিল দুই দিন। দ্বিতীয় দিন সকালে যখন আবার তুমুল সংঘর্ষ শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে তখন নিউ মার্কেট থানা অত্যন্ত কাছাকাছি থাকার পরও অবিশ্বাস্যভাবে ২ ঘণ্টার বেশি সময় পুলিশের দেখা মেলেনি। আমরা কি কল্পনা করতে পারি একটি আধুনিক রাষ্ট্রে হাজার হাজার মানুষ পরস্পরকে যেকোনোভাবে ধ্বংস করতে মুখোমুখি হয়ে যুদ্ধংদেহি অবস্থান নিয়ে আছে কিন্তু সেখানে যাবার প্রয়োজন মনে করছে না পুলিশ।


পুলিশ না আসার সময়টিতে আহত হয়েছেন অনেকে। আহতদের মধ্যে মারা গেছেন দুজন। এদের কেউ মারামারির ইটপাটকেলের মধ্যে পড়ে মারা যায়নি। অন্তত একজনকে তো বীভৎসভাবে কুপিয়ে হত্যা করার দৃশ্য আমরা দেখেছি। এমন একটা পরিস্থিতিতে পুলিশ নাকি তার কৌশল হিসেবে দেরি করে ঘটনাস্থলে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও