চালকবিহীন রোবোট্যাক্সি রাস্তায় চলার অনুমোদন দিল চীন
স্বচালিত গাড়ি তৈরির প্রযুক্তি পনি.এআই চীনের রাস্তায় গাড়ি নামানোর লাইসেন্স পেয়েছে। চালকবিহীন এই গাড়ি এখন ভাড়ার বিনিময়ে যাত্রীসেবা দিতে প্রস্তুত। চীনে সর্বপ্রথম তারাই স্বচালিত গাড়ি রাস্তায় নামাতে যাচ্ছে। লাইসেন্সের আওতায় ১০০ চালকবিহীন গাড়ি চলবে গুয়াংজুর নানশা শহরে।
৮০০ বর্গকিলোমিটারের শহরটিতে রোবোট্যাক্সি পাওয়া যাবে পনি.এআইয়ের নিজস্ব অ্যাপ ব্যবহার করে। তবে চালকবিহীন গাড়ির সক্ষমতায় এখনই ভরসা করতে পারছে না কম্পানিটি। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গাড়িতে একজন চালক থাকবেন।
অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটলে নির্দিষ্ট সময়ের পর তাদের সরিয়ে দেওয়া হবে। তখন একাই পথ চলবে রোবোট্যাক্সি। পরীক্ষামূলকভাবে ছোট পরিসরে চীনের রাজধানী বেইজিং শহরের শিল্পাঞ্চলে রোবোট্যাক্সি চলছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- চালকবিহীন গাড়ি