কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যাত্রাবাড়ীতে দগ্ধ বাবা-মায়ের মৃত্যু, শিশুটিও ‘শঙ্কামুক্ত নয়’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২, ১০:৩৫

ঢাকার যাত্রাবাড়ীতে গ্যাসের আগুনে দগ্ধ এক পরিবারের তিনজনের মধ্যে বাবা ও মা চলে গেলেন অল্প সময়ের ব্যবধানে; দুই বছর বয়সী মেয়েটির অবস্থাও ভালো নয়।


সোমবার ভোরে সেহেরির পরপরই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান গৃহকর্তা আব্দুল করিম (৩০)। তার কিছু সময় পর স্ত্রী খাদিজা আক্তারও (২৫) মারা যান।


করিমের খালাতো ভাই কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাই ভাবি খুব কাছাকাছি সময়ে চলে গেলেন, ওদের মেয়ে ফাতেমার অবস্থাও আশঙ্কাজনক বলে ডাক্তাররা জানিয়েছেন।”


মুদি ব্যবসায়ী করিম পরিবার নিয়ে মাতুয়াইল এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। গত ২১ এপ্রিল ভোরে সেহেরির সময় খাবার গরম করতে গেলে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। প্রতিবেশীরা তিনজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।  


তিনজনের মধ্যে খাদিজার দেহের প্রায় ৯৫ শতাংশ, করিমের ৫৪ শতাংশ পুড়ে গিয়েছিল। আর তাদের মেয়ে ফাতেমার ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও