ঈদযাত্রায় যত ভোগান্তি
সাধারণত ঈদে ঘরমুখো মানুষের সংখ্যা বৃদ্ধি পায়। কিন্তু এবারের ঈদে আরও বেশি মানুষের জনসমাগম হবে। গত দুই বছর 'নাড়ির টানে বাড়ি ফেরা' মানুষের সংখ্যা কম ছিল। করোনার কারণে মানুষ কম ঈদযাত্রা করেছে। সম্প্রতি করোনা প্রকোপ কমে আসায় এবারের ঈদে গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ সংখ্যক মানুষ গ্রামের বাড়িতে যাবেন বলে ধারণা করা হচ্ছে। আসন্ন ঈদযাত্রায় ঈদের আগে ও পরে কয়েক দিন তীব্র যানজট হওয়ার আশঙ্কা রয়েছে।
অসহনীয় যানজটে যাত্রীদের জীবন দুর্বিষহ হয়ে পড়ে। এ ছাড়া পথে পথে যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল তো নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ২০২১ সালে সড়ক দুর্ঘটনায় ছয় হাজার ২৮৪ জন নিহত হয়েছেন। এর দায় কার? প্রতিবছর ঈদ এলে নানা ধরনের আলোচনা-সমালোচনা হয়ে থাকে। কিন্তু যাত্রীদের দুর্ভোগ ও সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানি কমেনি। সড়কে উন্নয়নের নানা কথা শুনতে পাই, কিন্তু বাস্তবে এর সুফল কি সাধারণ জনগণ ভোগ করতে পারছেন? এসব দুর্ঘটনা বা ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। মানুষ এখন রাস্তায় নামলে বাসায় ফিরে আসবে কিনা সন্দেহ থেকে যায়।