![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2022/04/24/99fabd164c0dcddce5979ea1c91807b5-6264fb68c4dc4.jpg)
বিড়াল যখন লাইভ নিউজে
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ১৩:৪৭
চলছিল লাইভ নিউজ। এর মধ্যেই উপস্থাপকদের পেছন দিয়ে চুপিসারে চলে যায় একটি বিড়াল। পরে এর একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনে লাইভ নিউজে বিড়াল চলে আসে। নেটিজেনরা ঘটনাটিকে কর্তৃপক্ষের অবহেলা হিসেবে আখ্যায়িত করেছেন। একটি বিড়াল কীভাবে একটি নিউজ স্টুডিওতে প্রবেশ করতে পারে তা তদন্ত করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
এর আগেও কুয়েতে একটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটে বিদ্যুৎ বিভ্রাটের কারণে বন্ধ করতে হয়েছিল। বিভ্রাটের পেছনের কারণ তাৎক্ষণিকভাবে তখন জানানো হয়নি।