
টানা দুই ম্যাচে গোল্ডেন ডাক, কোহলির ব্যাটে শুধুই হতাশা
এনটিভি
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ১৩:২০
লম্বা সময় ধরে ক্রিকেটে আদিপত্য রেখেছেন বিরাট কোহলি। হয়েছেন বোলারদের ভয়ের কারণ। মাঠে নামলেই সেঞ্চুরি করাটা যেন ছেলেখেলা ছিল তাঁর কাছে। সেই কোহলিই এখন দুই বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো শতক পাননি।
শুধু কি তাই? ঘরোয়া ক্রিকেটেও কথা বলছে না কোহলির ব্যাট। চলমান আইপিএলেও এখন পর্যন্ত দেখা পাননি কোনো হাফসেঞ্চুরির। এমনকি গত দুই ম্যাচে টানা গোল্ডেন ডাকে সাজঘরে ফিরেছেন তিনি। এক সময় রানের ফোয়ারা তোলা কোহলির ব্যাটে এখন শুধুই হতাশার গল্প।
চলমান আইপিএলে প্রথম ম্যাচে ৪১ রান করেছেন কোহলি। চতুর্থ ম্যাচে করেছেন ৪৮ রান। এ ছাড়া বাকি ছয় ম্যাচে করেছেন মাত্র ৩০ রান। আর সবশেষ দুই ম্যাচে প্রথম বলেই বিদায় নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ক্রিকেটার।
- ট্যাগ:
- খেলা
- হতাশা
- আইপিএল
- পারফরম্যান্স
- বিরাট কোহলি