You have reached your daily news limit

Please log in to continue


পাড়াগাঁয়ের মেয়েরা পর্তুগাল যাচ্ছে

অজপাড়াগাঁয়ে তাদের বাড়ি। কে-ই বা চিনত এই মেয়েদের। কারো বাবা দিনমজুর, কারো বাবা কৃষক। ফুটবল এখন দেশজোড়া খ্যাতি এনে দিয়েছে তাদের।

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ নারী ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ময়মনসিংহের নান্দাইলের সিনহা জাহান শিখা, স্বপ্না আক্তার জেলি ও তানিয়া আক্তার তানিসা যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালডোর দেশ পর্তুগালে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়া পরিদপ্তর বঙ্গমাতা নারী ফুটবলের সেরা ৪০ খেলোয়াড়কে নিয়ে বিকেএসপিতে দুই মাসের ক্যাম্প করে। সেই খেলোয়াড়দের মধ্যে থেকেই গড়া একটি দল এখন প্রশিক্ষণের জন্য যাবে পর্তুগালে। এই দলেই সুযোগ পেয়েছে শিখা, স্বপ্না ও তানিয়া। এরই মধ্যে এই খেলোয়াড়দের পাসপোর্ট তৈরিসহ বিদেশ ভ্রমণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করা হয়েছে। আগামী জুলাইয়ে উড়াল দেবে তারা রোনালডোর দেশে। নান্দাইলের তিন গ্রামে এই মেয়েদের নিয়ে এখন মাতামাতি।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন