 
                    
                    সত্যজিৎ রায়দের মৃত্যু নেই
                        
                            ঢাকা টাইমস
                        
                        
                        
                         প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২২, ০৯:৫৮
                        
                    
                ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের প্রয়াণ দিবস আজ। ১৯৯২ সালের ২৩ এপ্রিল তিনি মারা যান। তার কয়েকদিন আগে হৃদযন্ত্রের জটিলতা নিয়ে সত্যজিৎ ভর্তি হয়েছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। ওই অবস্থা থেকে আর সুস্থ জীবনে ফিরে আসেননি। চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়েছিল।
মৃত্যুর কিছুদিন আগে অত্যন্ত অসুস্থ ও শয্যাশায়ী অবস্থায় সত্যজিৎ তার জীবনের শেষ পুরস্কার হিসেবে একটি সম্মানসূচক অস্কার লাভ করেন। এর আগে তিনি কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছেন, জাতীয় পুরস্কার পেয়েছেন রেকর্ড ৩২টি। একটি পেয়েছেন গোল্ডেন লায়ন, দুটি রৌপ্য ভল্লুক। ১৯৮৫ সালে পান দাদা সাহেব ফালকে পুরস্কার। ১৯৯২ সালে ভারত সরকার তাকে দেশটির সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারত রত্ন।
- ট্যাগ:
- বিনোদন
- চলচ্চিত্র পরিচালক
- সত্যজিৎ রায়
 
                    
                 
                    
                 
                    
                