
নিউমার্কেট বিএনপি নেতাকর্মীদের নামে মামলা ফ্যাসিবাদী শাসনের নগ্নরূপ: ফখরুল
রাজধানী নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দেওয়াকে ‘ফ্যাসিবাদী শাসনের আরেকটি নগ্নরূপ’ বলে অভিহিত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেছেন, ‘নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ কর্তৃক মামলা দায়েরের ঘটনা উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপানোর শামিল। ঘটনার শুরুতে পুলিশের নিষ্ক্রিয়তায় প্রমাণ হয় এ ঘটনায় সরকারের ইন্ধন রয়েছে। আর ঘটনায় জড়িত সরকারি সংগঠনের চিহ্নিত নেতাকর্মীদের আড়াল করতে সুপরিকল্পিতভাবে নিউমার্কেট এলাকার বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দায়ের করা হয়েছে।’
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘সংঘর্ষের ঘটনা শুরুর সঙ্গে সঙ্গে পুলিশের নির্লিপ্ত ছিল। এতে প্রমাণিত হয় এ ঘটনায় সরকারের ইন্ধন রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা চোখে পড়েনি। ঘটনা মোকাবিলায় শুরু থেকেই পুলিশ যদি সক্রিয় হতো তাহলে নাহিদের মতো একজন তাজা তরুণের প্রাণ ঝরে যেত না।’