বিশ্ব ধরিত্রী দিবস আজ দেশে প্লাস্টিকের দুষ্টচক্রে পরিবেশ ও দেহঘড়ি
কাগজ কিংবা কাপড়ের চেয়ে ঢের টেকসই প্লাস্টিক। এ কারণে সবার পছন্দ পণ্যে প্লাস্টিকের মোড়ক। অনেক দেশ পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর এই প্লাস্টিক নিষিদ্ধ করলেও বাংলাদেশ হাঁটছে উল্টো পথে। প্লাস্টিক উৎপাদন ও ব্যবহার দ্রুতলয়ে বাড়তে থাকলেও তা প্রশমনে নেই কোনো উদ্যোগ। ফলে মাটি, পানি, বায়ুসহ প্রকৃতিতে প্লাস্টিক দূষণ পেয়েছে নতুন মাত্রা। প্লাস্টিক বিষে নীল প্রাণিকুলও। মাছের পেট থেকে মানুষের পেটেও যাচ্ছে প্লাস্টিক।
অথচ ২০০২ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশ পলিথিন ব্যাগ নিষিদ্ধ করেছিল। আর দেশের উপকূলীয় এলাকার হোটেল, মোটেল ও রেস্তোরাঁয় একবার ব্যবহারের পর বর্জ্য হয়ে যায় এমন প্লাস্টিক সামগ্রীর ব্যবহার বন্ধের নির্দেশনাও দেওয়া আছে হাইকোর্টের। তবে সেই নির্দেশনার নেই কোনো বাস্তবায়ন। এ রকম প্রেক্ষাপটে আজ শুক্রবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে ধরিত্রী দিবস। তবে দিবসটি উপলক্ষে দেশে সরকারিভাবে তেমন কোনো কর্মসূচি থাকছে না।