সাইফকে ছাড়িয়ে এনামুলের রেকর্ড
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২, ১৫:৩০
ঢাকা প্রিমিয়ার লিগে এনামুল হকের ব্যাটে রানের জোয়ার বয়েই চলেছে। সেই স্রোত তাকে নিয়ে গেল এবার নতুন এক অর্জনের মোহনায়। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনার গড়লেন দারুণ এক রেকর্ড।
লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে বিকেএসপিতে বৃহস্পতিবার ৭৩ রানের ইনিংস খেলেন এনামুল। চলতি আসরে তার রান হয়ে গেল ৮৭৮। লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগে এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড এটিই।
রেকর্ড গড়া থেকে স্রেফ ১০ রান দূরে এই ম্যাচ শুরু করেছিলেন এনামুল। রূপগঞ্জের বিপক্ষে ম্যাচের প্রথম ওভারে নাবিল সামাদকে বাউন্ডারি মেরে শুরু করেন তিনি। দ্বিতীয় ওভারে আল আমিন হোসেনকে বাউন্ডারি মেরে স্পর্শ করেন রেকর্ড, পরের বলে আরেকটি বাউন্ডারিতে যান ছাড়িয়ে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৪ সপ্তাহ আগে
১১ মাস আগে