কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বৃষ্টিতে বাড়ল হাওরের পানি, ভাঙল আরেক বাঁধ

কালের কণ্ঠ ধর্মপাশা প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২, ১০:০৩

আবার পাহাড়ি ঢলের আতঙ্কের মধ্যেই গত মঙ্গলবার রাত থেকে বৃষ্টিতে বাড়ল হাওরের পানি। আর তাতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার উত্তর বংশীকুণ্ডা ইউনিয়নের রাঙামাটিয়া হাওরের ফসল রক্ষা বাঁধ উপচে ও ভেঙে ভেতরের অংশে ঢুকে পড়েছে পানি। এতে তলিয়ে গেছে ১০০ হেক্টর জমির আধাপাকা বোরো ধান।


স্থানীয় ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, রাঙামাটিয়া হাওরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কোনো প্রকল্প নেই।


হাওরটিতে ধর্মপাশা উপজেলার উত্তর বংশীকুণ্ডা ইউনিয়ন ও তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সাতটি গ্রামের কৃষকরা ধানের আবাদ করেছেন।


ধর্মপাশা উপজেলার উত্তর বংশীকুণ্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী তালুকদার বলেন, রাঙামাটিয়া হাওর তলিয়ে যাওয়ার মধ্য দিয়ে তাঁর ইউনিয়নে সব কয়টি হাওর ডুবে গেল। তিনি জানান, রাঙামাটিয়া হাওরে ১০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছিল।


তবে তাহিরপুর উপজেলার বৃহৎ শনি ও মাটিয়ান হাওরের ফসল রক্ষা বাঁধ এখন পর্যন্ত অক্ষত আছে।


এদিকে আবারও পাহাড়ি ঢল আতঙ্কে সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওর এলাকার কৃষকরা ক্ষেতের আধাপাকা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন। কিন্তু গতকাল বৃষ্টির কারণে কাটা ধান শুকাতে পারেননি। বৃষ্টি আরো কয়েক দিন চলতে থাকলে তাতে নতুন সংকট দেখা দেবে বলে জানিয়েছেন কৃষকরা।


তবে নদীতে অব্যাহত পানি বৃদ্ধি ও মেঘাচ্ছন্ন আকাশ দেখে জমির আধাপাকা ধান কেটে নিচ্ছেন কৃষকরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও