![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2022/04/online/photos/pele-samakal-625fdcb30cfdf.jpg)
ফের হাসপাতালে ভর্তি ফুটবল কিংবদন্তি পেলে
সমকাল
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ২০:৩৫
কোলন ক্যান্সারের চিকিৎসার জন্য ফের হাসপাতালে ভর্তি হলেন ফুটবল কিংবদন্তি পেলে। তাকে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক বিবৃতিতে হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে, পেলের স্বাস্থ্যের অবস্থা ভাল এবং স্থিতিশীল। তাকে আগামী কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
৮১ বছর বয়সী পেলের কোলনে টিউমার ধরা পড়ে ২০২১ সালে। সে বছরেই সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি হতে হয় ফুটবলের রাজাকে। ৪ সেপ্টেম্বর অপারেশনের মাধ্যমে তার টিউমারটি বাদ দেওয়া হয়। তারপর থেকেই প্রতিমাসেই কেমোথেরাপি নিতে হচ্ছে তাকে। বয়সের ভারে পেলে এখন আর একা চলতে পারেন না। হুইলচেয়ারের সাহায্য নিয়ে চলাফেরা করতে হয় তাকে। তবে পেলে মানসিকভাবে এখনো বেশ শক্ত আছেন।