বিএনপির বক্তব্যে অসন্তুষ্ট জার্মান রাষ্ট্রদূত
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ১৭:৩৭
জার্মানির রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে যে উদ্বেগের তথ্য বিএনপি প্রকাশ করেছে তা সত্য নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার। এ বিষয়ে অসন্তোষও প্রকাশ করেছেন তিনি। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব টক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সম্প্রতি বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক নিয়ে প্রশ্ন করলে আখিম ট্র্যোস্টার বলেন, ‘১৭ই মার্চ আমার উপ-রাষ্ট্রদূতের সঙ্গে চৌধুরী সাহেবের (আমীর খসরু মাহমুদ চৌধুরী) দাওয়াতে বিএনপির সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাই। বৈঠকটি এর থেকে বেশি কিছু নয়। যেহেতু আমি বাংলাদেশে জার্মানির দূত, তাই এখানে সরকারের বিভিন্ন মন্ত্রীসহ বিরোধী দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করি।’