রফতানির আড়ালে মানিলন্ডারিং, বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ১৬:৪৬
পণ্য যায়নি, অর্থাৎ শিপমেন্টই হয়নি, অথচ অর্থ চলে আসছে। এভাবেই রফতানির আড়ালে হচ্ছে মানিলন্ডারিং। এমন অবস্থায় নতুন নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে স্বীকৃত ট্র্যাকিং পদ্ধতির মাধ্যমে রফতানি পণ্যের ভেসেল কন্টেইনার ট্র্যাকিং করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ রফতানি পণ্যের বিপরীতে পেমেন্ট এলে তার শিপমেন্ট হয়েছে কিনা, ব্যাংকগুলোকে কন্টেইনার ট্র্যাকিংয়ের মাধ্যমে তা নিশ্চিত হতে হবে।
বুধবার (২০ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের ‘ফরেন একচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট’ রফতানি পণ্যের শিপমেন্ট নিশ্চিত সংক্রান্ত একটি সার্কুলার জারি করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে পাঠিয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে