![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F640x359x1%2Fuploads%2Fmedia%2F2022%2F04%2F20%2FMadaripur-8c740c197ba19e4aabbfa22b3abb2812.jpg%3Fjadewits_media_id%3D787696)
বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ
ঝড়ো বাতাসের কারণে মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (২০ এপ্রিল) ভোর থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকার পর হঠাৎ করেই ঝড় শুরু হয়। এতে দুর্ঘটনা এড়াতে নৌযান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে দুর্ঘটনা এড়াতে সকল নৌযান সকাল পৌনে সাতটা থেকে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু হবে।