কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যানজট-দূষণ-দাবদাহে রাজধানীবাসীর মরণদশা

dhakaprokash24.com ইব্রাহিম আজাদ প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ২০:০৪

‘এবারের ঈদে ঢাকা থেকে এক কোটিরও বেশি মানুষ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করবেন। ...যানজট ও নানা অব্যবস্থাপনার কারণে গণপরিবহনের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা না গেলে এবারের ঈদযাত্রায় নারকীয় পরিস্থিতি হতে পারে। ...আগামী ২৫ রমজান থেকে ঈদের দিন পর্যন্ত দুপুরের পর থেকে গভীর রাত অবধি রাজধানী অচল হয়ে যাবে।’ (বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন, সমকাল, ১৮ এপ্রিল)


এতে শুধু ঈদকে সামনে রেখে রাজধানীর যানজটের ভয়াবহ অবস্থার আগাম পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনিতে ছুটির দিন শুক্রবার ছাড়া অন্যান্য দিনেও রাজধানীর যানজটের অবস্থা কম ভয়াবহ নয়। প্রতিদিন রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। দুঃসহ গরমে যারা পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করেন, তাদের অবস্থা শোচনীয়। আর যারা এসি গাড়িতে যায়, তারাও বিরক্তি ও অস্বস্থিতে ভোগেন। দুপুরের দিকে যানজট কিছুটা সহনীয় হলেও সকাল থেকে রাত অবধি তা চলমান থাকে। সভা-সমাবেশ, সংঘর্ষ বা কোনো কারণে কোনো সড়ক বন্ধ হয়ে গেলে তার চাপ পড়ে গোটা রাজধানীতে। এতে স্থবির হয়ে যায় পুরো নগরী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও