৩ ঘরোয়া টোটকা: রান্নাঘরের সিঙ্কে জমে থাকা ময়লা দূর হবে নিমেষে
বছর ২৮-এর সহেলী। একটি বাচ্চাদের স্কুলে শিক্ষকতা করেন। পাশাপাশি ঘরও সামলাতে হয়। রান্নার দায়িত্ব তিনিই সামলান। ঘর ও বাইরে একসঙ্গে সামলাতে গিয়ে প্রতি দিনই তাঁর ব্যস্ততায় কাটে। এমনই এক ব্যস্ততার দিনে তাড়াহুড়ো করে রান্নাঘরের কাজ সামলাতে গিয়ে রান্নাঘরের সিঙ্কের নালিতে গেল জল জমে। এতে দেরি হয়ে গেল আরও। বেসিনের সিঙ্কের জল জমে যাওয়া খুব সাধারণ একটি সমস্যা। মাঝেমাঝে অনেকেই এই সমস্যায় পড়ে থাকেন। কলের মিস্ত্রি ডেকে সারানোর সময় হাতে সব সময় থাকে না। তাহলে উপায়? সিঙ্কের জল পরিষ্কার করার ঘরোয়া কিছু টোটকা মেনে চললেই সহজেই সমাধান পাওয়া যাবে।
১) সাদা ভিনিগার ও বেকিং সোডা: প্রথমে সিঙ্কের মধ্যে জমা জল ছোট মগে করে তুলে পরিষ্কার করে নিন। তারপর সিঙ্কের মুখে বেকিং সোডা ঢালুন। সোডার সমপরিমাণ ভিনিগার মিশিয়ে দিন। ভিনিগার দেওয়ার পর সিঙ্ক থেকে বুদবুদ বেরোনো শুরু হবে। তখন সিঙ্কের মুখ বন্ধ করে দিন ঢাকনা দিয়ে। ধীরে ধীরে জল চলে যাবে।
২) ফুটন্ত জল: সিঙ্কের জল পরিষ্কার করার সবচেয়ে সহজ উপায় হল ফুটন্ত জল ঢেলে দেওয়া। প্রথমে জল না গেলে আরও কয়েকবার গরমজল ঢেলে দিন। দেখবেন, সিঙ্কে জমে থাকা ময়লা নরম হয়ে ধীরে ধীরে নীচে নেমে যাবে।
- ট্যাগ:
- লাইফ
- রান্নাঘরের টিপস
- সিঙ্ক পরিষ্কার