কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মোস্তাফিজের দিল্লিতে করোনার হানা

ঢাকা টাইমস ভারত প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২, ১৬:৪৬

পুরোদমেই চলছিল ক্রিকেটবিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও ব্যয়বহুল ঘরোয়া ক্রিকেট লিগ আইপিএল। কিন্তু হুট করেই শোনা গেল দুঃসংবাদ। আইপিএলে দেখা দিয়েছে করোনা হানা। আর সেটা কাটার মাস্টার খ্যাত বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসেই।


এখন পর্যন্ত তিনজনের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। দিল্লি ক্যাপিটালসের একজন বিদেশি ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এছাড়া আক্রান্ত হয়েছেন দুই কোচিং স্টাফ। দিল্লির ফিজিও প্যাট্রিক ফারহার্ট আগেই করোনা আক্রান্ত হয়েছেন।


এরপর আরও দুইজন। তাই পুরো দলকে রাখা হয়েছে আইসোলেশনে। করোনায় আক্রান্ত হওয়া সবার র‌্যাপিড এন্টিজেন টেস্ট করানো হয়েছে। আরও নিশ্চিত হওয়ার জন্য আরটি-পিসিআর টেস্টের জন্য স্যাম্পল পাঠানো হয়েছে। নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে সোমবার পুনেতে যাওয়ার কথা ছিল পুরো দলের। তবে আপাতত যাওয়া হচ্ছেনা। সোমবার (১৮ এপ্রিল) ও মঙ্গলবার (১৯ এপ্রিল) দিল্লির সকল খেলোয়াড় ও স্টাফদের ‘ডোর টু ডোর’ করোনা টেস্ট করা হবে। সেটার রেজাল্টের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও