ডিম দিয়ে সোনালিরঙা মুরগি

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২, ১৭:০১

মা ইফতারি তৈরিতে ব্যস্ত। ছোট বুবুন নানুমণির কোলে ঘুমাচ্ছিল এতক্ষণ। ঘুম ভাঙতেই কাঁদো কাঁদো ভাব। নানুমণি কোলে দোল দিতে দিতে বললেন, ‘বুবুন সোনা এখন ভাত খাবে, ডিম দিয়ে তাই না?’ বুবুন আরও জোরে কাঁদতে লাগল।



নানুমণি বুবুনের মুখ ধুয়ে দিলেন। তারপর গল্প বলতে শুরু করলেন। এর মধ্য়ে মা একটা প্লেটে ডিম ভাজা দিয়ে গেলেন। নানু বললেন, ‘জানো, এক ছিল সোনার ডিম পাড়া মুরগি। সেটা দেখতে কেমন ছিল বলো তো?’ এ কথা বলে নানুমণি গোল করে ভাজা ডিমটাকে একটা ভাঁজ করলেন। বুবুন চোখ পিটপিট করে দেখতে লাগল। ‘নানুভাই, এটা হচ্ছে সেই সোনালি মুরগি, যে সোনার ডিম পাড়ে।’ এরপর তিনি শসা গোল করে কেটে বানালেন মুরগির চোখ ও চোখের মণি। এবার লাল বিট কেটে বানালেন মুরগির ঝুঁটি আর ঠোঁট। শসার খোসাসহ কেটে বানানো হলো মুরগির পা ও লেজ। এরপর নিচে সালাদ উপকরণ ছড়িয়ে দিলেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও