ধলেশ্বরী নদীর পানি বেড়ে তলিয়ে যাচ্ছে হাওরে ধান
হবিগঞ্জের লাখাইয়ে ধলেশ্বরী নদীর পানি বৃদ্ধির ফলে তীর উপচে তলিয়ে যাচ্ছে হাওরের ফসলি জমি। উপজেলার তিনটি হাওরের ৬৫ হেক্টর জমির ধান পুরোপুরি তলিয়ে গেছে। পানি বাড়তে থাকলে কয়েক হাজার হেক্টর বোরো জমি তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ৭০-৮০ শতাংশ ধান পাকলেই তা কেটে নেওয়ার জন্য প্রচারণা চালাচ্ছে জেলা কৃষি বিভাগ। কয়েকদিন ধরেই তারা বিভিন্ন স্থানে মাইকিংও করছে। অনেক স্থানে কৃষকরা আধাপাকা ধান কাটা শুরু করেছেন।