সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান হত্যার বিচার শুরু
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ হত্যা মামলার অভিযোগ গঠন করা হয়েছে।
হত্যার দেড় বছর পর সোমবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতে পাঁচ আসামির উপস্থিতিতে আলোচিত এ মামলার বিচারকাজ শুরুর নির্দেশ দেন বিচারক মো. আব্দুর রহিম।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নওশাদ আহমদ চৌধুরী জানান, দণ্ডবিধির ৩০২, ২০২ এবং ৩৪ ধারায় মামলার সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ১০ মে মামলার সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছেন আদালত।
২০২১ সালের ৫ মে আলোচিত এ মামলায় পাঁচ পুলিশসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক আওলাদ হোসেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- হত্যার বিচার
- পুলিশি নির্যাতন