রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সমঝোতায় আসা উচিত: নোয়াম চমস্কি
পরমাণুযুদ্ধের 'ক্রসফায়ারে' পড়ে 'নিশ্চিহ্ন' হয়ে যাওয়ার আশঙ্কা থেকে ইউক্রেনে ধ্বংসযজ্ঞ চালানোর পরও আক্রান্ত দেশটিকেই রাশিয়ার সঙ্গে সমঝোতায় আসা উচিত বলে মনে করেন বিশ্বখ্যাত দার্শনিক ও ভাষাতত্ত্ববিদ অধ্যাপক নোয়াম চমস্কি।
আজ সোমবার জেরুজালেম পোস্ট এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ১৩ এপ্রিল কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক চমস্কি বলেন, 'সবাইকে বৈশ্বিক বাস্তবতার দিকে নজর দিতে হবে।'
তিনি মনে করেন, রাশিয়ার দাবির প্রতি ইউক্রেনকে অবশ্যই নমনীয় মনোভাব দেখাতে হবে।
বিষয়টি ব্যাখ্যা করে অধ্যাপক চমস্কি বলেন, 'আমরা এখন যে নীতি মেনে চলছি তা হলো, শেষ ইউক্রেনীয় বেঁচে থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া। এই নীতি মেনে চললে পরমাণুযুদ্ধের আশঙ্কা থাকে। এ ছাড়া, আরেকটি বিকল্প হচ্ছে কূটনৈতিক সমাধান। এ সমাধান সবার জন্য সুখকর কিছু হবে না। কারণ এটি মূলত পুতিন ও তার ঘনিষ্ঠদের জন্য এই যুদ্ধ থেকে পালানোর পথ তৈরি করে দেবে।