![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-04%252Ffbf7a782-6bcb-42bf-b71f-54db967dcdaf%252F231815410_239580794554260_1843501453691567376_n.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
তখনকার কষ্টগুলো এখন আলো ছড়াচ্ছে
প্রতিশ্রুতিশীল অভিনয়শিল্পীদের মধ্যে আলোচনায় আছেন মুশফিক ফারহান। সুইপার ম্যান, কালাই, চুইংগামসহ বেশ কিছু নাটকে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। এখন তিনি কাজ করছেন ঈদুল ফিতরের নাটকে। গতকাল কথা হয় তাঁর সঙ্গে।
মুশফিক ফারহান: এবার ঈদে নসিব, ভুলো না আমায়, হাঙ্গর ও লাস্ট লাভ নামে চারটি নাটকে কাজ করেছি। আরও তিনটি করতে পারি। তবে আগের শুটিং করা কিছু কাজও বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখা যাবে। এখন একটু সময় নিয়ে ভালো কাজ করার চেষ্টা করি।
প্রথম দিকে ছোট ছোট চরিত্র করতাম। এমনও হয়েছে, সকালে একটা দৃশ্য করেছি আবার রাতে আরেকটা। মাঝে সারা দিন মেকআপ নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেছি। অন্য শিল্পীদের শুটিং দেখতাম। কোনো কোনো সময় মেকআপ নিয়ে সারা দিন বসে থেকে একটা শটও নেওয়া হতো না আমার। মেকআপ নিয়ে বসে থাকতে থাকতে নাটক থেকে বাদও পড়েছি। কষ্ট লাগেনি তা বলব না, লেগেছে। তবে হতাশ হইনি, যার ফল এখন পাচ্ছি। তখনকার কষ্টগুলো, খারাপ লাগাগুলো এখন জীবনে আলো ছড়াচ্ছে।
- ট্যাগ:
- বিনোদন
- ঈদের নাটক
- মুশফিক ফারহান