প্রথম ঘণ্টায় সূচকে অস্থিরতা, লেনদেনে ধীরগতি
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার শেয়ারবাজারে লেনদেনের প্রথম ঘণ্টায় বেশ অস্থিরতা দেখা গেছে। একই সঙ্গে লেনদেনে ছিল ধীরগতি।
প্রথম ঘণ্টার লেনদেনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। তবে এ সময় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স এক পয়েন্ট বেড়েছে। এ সময় লেনদেন হয়েছে ১০০ কোটি টাকার কম।
আলোচ্য সময়ে বেশি সংখ্যক প্রতিষ্ঠান দাম কমার তালিকায় স্থান করে নেওয়ার পাশাপাশি দাম কমার সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে ২২ প্রতিষ্ঠান। দাম কমার সর্বোচ্চ সীমায় পৌঁছে যাওয়া এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট ক্রয় আদেশের ঘর শূন্য হয়ে পড়েছে। অর্থাৎ ক্রেতা সংকট দেখা দিয়েছে এসব প্রতিষ্ঠানের।
ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম ঘণ্টার লেনদেনে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে। তবে বেড়েছে মূল্যসূচক।