![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share_ntv%2Fpublic%2Fimages%2F2022%2F04%2F16%2Fmadharipurdasar-thana.jpg%3Fitok%3DmL48RfMp)
মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
মাদারীপুরের ডাসার উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মো. হাসিব হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ইরি ব্লকে পানি দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর বরাতে জানান, ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের কৃষক হাসিব (৩৮) দুপুরে তার জমিতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দেওয়ার জন্য ব্লকে যান। এ সময় মোটর চালাতে গিয়ে হাতে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় জেলা প্রশাসকের কাছে লিখিত অনুমতিতে পরিবারের কাছে মৃতদেহ বুঝিয়ে দেওয়া হয়।