You have reached your daily news limit

Please log in to continue


ধান নষ্ট হলে চালের দাম অবশ্যই বাড়বে: কৃষিমন্ত্রী

হাওরে বন্যায় ধান নষ্ট হলে চালের দাম অবশ্যই বাড়বে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

আজ শনিবার সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওরের ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, 'যাদের ধান পেকে গেছে তারা কেটে ফেলুক। ধান নষ্ট হলে চালের দাম অবশ্যই বাড়বে। দাম বাড়লে কেউ তখন বলেন যে বন্যার কারণে নষ্ট হলো। ধানের দাম বাড়ল কেন- খাদ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী, প্রধানমন্ত্রী জবাব দাও।'

কৃষিমন্ত্রী বলেন, 'হাওর থেকে প্রতি বছর ১২-১৪ লাখ টন ধান উৎপাদন হয়। হাওরের সব ফসল নষ্ট হলে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের জন্য কঠিন হবে।'

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে তিনি বলেন, 'পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) করা হয়, এগুলোর মাঝে অনেক অনিয়ম আছে। আমি এগুলো গিয়ে প্রধানমন্ত্রীকে বলব।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন