কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বিলাওয়ালের কথা মানলেন প্রধানমন্ত্রী শাহবাজ

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন রাজা পারভেজ আশরাফ। আজ শনিবার শপথ গ্রহণ করেছেন তিনি। বিলাওয়াল ভুট্টো জারদারির দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা পারভেজ আশরাফ।

পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর মন্ত্রিসভা গঠনের জন্য জোটসঙ্গী পিপিপিসহ সব দলের সঙ্গে শলাপরামর্শ চালিয়ে যচ্ছিলেন। ক্ষমতাসীন জোটের দ্বিতীয় বৃহত্তম দল পিপিপি।

সংবাদমাধ্যমগুলোর তথ্য মতে, মন্ত্রিসভায় পদ পাওয়ার চেয়ে সাংবিধানিক পদ পেতে বেশি আগ্রহ ছিল পিপিপির। এর মধ্যে অন্যতম হলো প্রেসিডেন্ট ও স্পিকারের পদ। রাজা পারভেজ আশরাফকে স্পিকারের পদ দিয়ে বিলাওয়ালের দলের কথা মানলেন প্রধানমন্ত্রী শাহবাজ। যদিও প্রেসিডেন্ট পদ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

পারভেজ আশরাফ পাকিস্তানের জাতীয় পরিষদের ২২তম স্পিকার। এর আগে পিপিপি সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ২০১২ সালের ২২ জুন থেকে ২০১৩ সালের ১৬ মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন পারভেজ আশরাফ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন