কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মেঘালয়ে ঝড়ে ভেঙে পড়ল দু’হাজার বাড়ি

আনন্দবাজার (ভারত) মেঘালয় প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২, ০৯:৩৭

মেঘালয়ের বিভিন্ন স্থানে প্রবল ঝড়ে প্রায় দু’হাজারের বেশি বাড়ি ভাঙল। প্রশাসন সূত্রে জানানো হয়, পূর্ব খাসি হিল, রি-ভয়, দক্ষিণ গারো হিল ও উত্তর গারো হিল জেলায় বৃহস্পতিবার সাইক্লোন হয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় রি-ভয় জেলা। সেখানে ৭৭টি গ্রাম মিলিয়ে দুই হাজারের বেশি বাড়ি ভেঙেছে।


অনেক সরকারি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন গ্রামে ঘরহারাদের জন্য ত্রাণ শিবির তৈরি করা হচ্ছে। খোলা হয়েছে ২৪ ঘণ্টা সক্রিয় থাকা কন্ট্রোল রুম।উত্তর গারো হিলের খারকুট্টা গ্রামে বাজ পড়ে এক মহিলা মারা যান। প্রচুর গাছ উপড়ে যাওয়ায় বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়েছে। অসমের বিভিন্ন স্থানেও বৃহস্পতিবার রাতে প্রবল ঝড়ে বিস্তর ক্ষতি হয়েছে। চিরাঙ জেলায় ভুটান সীমান্তে থাকা বেংতলের আন্ঠাইবাড়ি অর্কিড সংগ্রহালয় ঝড়ে তছনছ হয়ে গিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও