ক্রেতাশূন্য প্রযুক্তি পণ্যের বাজার, ঈদে জমে ওঠার আশা
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২২, ২০:১৮
দেশের প্রযুক্তি পণ্যের বাজার দুটি ধারায় বিভক্ত। একটি কম্পিউটার, ল্যাপটপ ও একসেসরিজের, অন্যটি স্মার্টফোন এবং লাইফস্টাইল পণ্যের। দুটি পণ্যের বাজারই ক্রেতা খরায় ভুগছে। সাধারণত ঈদের আগে স্মার্টফোনের মার্কেট জমে উঠলেও এবার তেমন কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। অপরদিকে কম্পিউটার মার্কেটও বছরের শুরু থেকে রোজার সময় পর্যন্ত খারাপ যাচ্ছে। তবে গত কয়েক বছর ধরে ঈদের সময় জমে উঠলেও এবার ব্যতিক্রম দেখা যাচ্ছে। কোনও মার্কেটেই ক্রেতা নেই।
হার্ডওয়্যার মার্কেটের অবস্থা খুব খারাপ হলেও বেশি ভালো নেই স্মার্টফোনের মার্কেটও। কয়েকটি ব্র্যান্ড তাদের নির্দিষ্ট মডেলে ভালো করলেও সামগ্রিক বাজারে তা খুব একটা প্রভাব ফেলতে পারেনি।