কোলে থাকা শিশুকে হত্যা: রিমন বাহিনীর বিরুদ্ধে ফুঁসে উঠেছে স্থানীয়রা
বেগমগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা শিশু তাসফিয়া আক্তার জান্নাতের (৪) মৃত্যুর পর প্রধান অভিযুক্ত মো. রিমন (২৫) ও তার অনুসারীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন স্থানীয়রা। অভিযুক্ত রিমন, মহিন, সুজন, রহিম, বাদশাহ এবং আকবর এলাকার নানা অপকর্মের তথ্য জানিয়ে তাদের বিচার দাবি করেছেন এলাকাবাসী।
গত ১৩ এপ্রিল সন্ত্রাসী রিমন বাহিনীর হামলায় বাবার কোলে থাকা শিশু তাসফিয়া গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে তার লাশ নিয়ে চৌমুহনী-ফেনী সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায় স্থানীয়রা। তারা রিমন ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।