ইফতার পর্যন্ত বাঁচতে চেয়েছিল মোরশেদ, ৫ জন গ্রেপ্তার: র্যাব
কক্সবাজার সদরের পিএমখালীতে সেচ প্রকল্পের বিবাদকে কেন্দ্র করে মোরশেদ আলীকে হত্যা ও পরিকল্পনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। নিহত মোরশেদ ইফতার পর্যন্ত বাঁচিয়ে রাখার আকুতি করেও শেষ রক্ষা পাননি বলে জানিয়েছে র্যাব- ৭ এর অধিনায়ক র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এস এম ইউসুফ।
আজ শুক্রবার ( ১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় র্যাব-৭ এর প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন তিনি। তিনি বলেন, কক্সবাজার সদরের পিএমখালীতে মোরশেদ আলী (৩৮) হত্যাকাণ্ডে সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তাররা হলেন- মাহমুদুল হক, মোহাম্মদ আলী, মোহাম্মদ আবদুল্লাহ, আবদুল আজিজ ও নুরুল হক। গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে পিএমখালী ইউনিয়নের চেরাংঘর স্টেশন বাজারে ইফতারি কিনতে গিয়ে খুনের শিকার হন ওই ইউনিয়নের মাইজপাড়া গ্রামের বাসিন্দা মোরশেদ আলী প্রকাশ মোরশেদ বলী (৪০)। মোরশেদ বলী এক দশক ধরে পরিবার নিয়ে সৌদি আরবে প্রবাসজীবনের পর দুই বছর আগে গ্রামে ফেরেন। তিনি গ্রামে এসে মাছের ঘেরসহ ক্ষেত-খামার করতে শুরু করেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- হত্যা
- বিবাদ
- হত্যাকারী
- সেচ প্রকল্প
- গ্রেফতার ৫