আবারও রুশ হুমকি : 'বাল্টিক সাগর পারমাণবিক অস্ত্রমুক্ত থাকবে না'
ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটোতে যোগ দিলে রাশিয়া সরাসরি তাদের ‘শত্রু বা প্রতিপক্ষ' হিসেবে দেখতে বাধ্য হবে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট তথা প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ।
১৪ এপ্রিল রুশ নিরাপত্তা পরিষদের বর্তমান দায়িত্বপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সুইডেন এবং ফিনল্যান্ড যদি ন্যাটোতে যোগ দেয়, তাহলে রাশিয়া বাল্টিক সাগরের চারপাশে 'কঠিন অ্যাকশন' নিতে বাধ্য হবে। জানায় স্কাই নিউজ।
এ প্রসঙ্গে দিমিত্রি মেদভেদেভ বলেন, বাল্টিক সাগরের চারপাশ আর পারমাণবিক অস্ত্রমুক্ত অবস্থায় থাকার কোনো প্রশ্নই থাকতে পারে না যদি সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেয়।