জি২০ বৈঠকে ভার্চুয়ালি অংশ নেবেন রাশিয়ার অর্থমন্ত্রী: ইন্দোনেশিয়া
রাশিয়ার অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ আগামী সপ্তাহে হতে যাওয়া জি২০ জোটের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকে ভার্চুয়ালি অংশ নেওয়ার ব্যাপারে তার পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন।
জি২০-র বর্তমান সভাপতি ইন্দোনেশিয়া বৃহস্পতিবার একথা জানিয়েছে।
ইউক্রেইন যুদ্ধের প্রভাব নিয়ে ২০ এপ্রিল ওয়াশিংটনে ওই বৈঠক হওয়ার কথা রয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
বৈঠকে ইউক্রেইনকে আমন্ত্রণ জানানোর বিষয়টিও জাকার্তা বিবেচনা করছে বলে বৃহস্পতিবারের ব্রিফিংয়ে বলেছেন ইন্দোনেশিয়ার অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা ওয়েম্পি সপুত্র।