জুনেই ন্যাটোতে যোগ দিচ্ছে সুইডেন ও ফিনল্যান্ড?
সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের লক্ষ্য ২০২২ সালের জুনেই ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করা। এক গোপন সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে সুইডেনের জাতীয় দৈনিক সুইডিশ দগব্লদেত (এসভিডি)। ফিনল্যান্ড পার্লামেন্টে বুধবার নতুন নিরাপত্তা নীতি বিষয়ক বিশ্লেষণটি উপস্থাপন করার পাশাপাশি এ খবর প্রকাশ পায়। এসভিডি-র তথ্য অনুযায়ী, আগামী ২৯-৩০ জুন মাদ্রিদে ন্যাটোর সভায় সুইডেনের আবেদন জমা দেওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছে।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরবর্তী পরিস্থিতি মূল্যায়ন করে বুধবার ফিনল্যান্ডের পার্লামেন্টে দেশটির নতুন সুরক্ষা নীতির বিশ্লেষণ উপস্থাপন করা হয়। ন্যাটোতে যোগদানের বিষয়টি জাতির সামনে তুলে ধরা এর অন্যতম প্রধান লক্ষ্য।