জলে ডুবুরি, আকাশে হেলিকপ্টার

বাংলা ট্রিবিউন রমনা থানা প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২, ২১:৪০

বাংলা বর্ষবরণ ঘিরে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা  বাহিনী। রমনা বটমূলসহ আশপাশের এলাকায় অন্তত সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।


সাদা পোশাকে গোয়েন্দা, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম, স্পেশাল কমান্ডো ফোর্স, আর্চওয়ে, মেটাল ডিটেক্টর, ভেহিক্যাল স্ক্যানারে তল্লাশিসহ আকাশে হেলিকপ্টার টহল দেবে। একই সঙ্গে রমনা পার্কের লেকে ডুবুরিও প্রস্তুত রাখা হবে।


সংশ্লিষ্টরা জানান, ইতোমধ্যে সিসিটিভি’র আওতায় আনা হয়েছে রাজধানীর অনুষ্ঠানস্থলগুলো। দুদিন ধরেই ডগ স্কোয়াড ও মেটাল ডিটেক্টর দিয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোয় দফায় দফায় সুইপিং করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও