রাশিয়া ফসফরাস বোমা ব্যবহার করছে: জেলেনস্কি
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেইনে ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি।
বুধবার এস্তোনিয়ার পার্লামেন্টে দেওয়া ভাষণে জেলনস্কি বলেন, ‘‘রুশ বাহিনী ইউক্রেইনের আবাসিক এলাকা এবং বেসামরিক অবকাঠামোগুলোর উপর সব ধরনের কামানের গোলা, ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। তারা আকাশ থেকে বোমা, বিশেষ করে ফসফরাস বোমা ফেলছে।”
“এটা বেসামরিক জনগণের উপর স্পষ্টতই সন্ত্রাসী কর্মকাণ্ড।”তবে জেলনস্কি ইউক্রেইনে রাশিয়ার রাসায়নিক বোমা ব্যবহারের পক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেননি। বার্তা সংস্থা রয়টার্সও স্বতন্ত্র ভাবে জেলনস্কির দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর থেকেই রাশিয়া বেসামরিক মানুষের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে আসছে। বরং তাদের দাবি, ইউক্রেইন ও পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের যে অভিযোগ তুলেছে সেটা মিথ্যা ও বানোয়াট।
ইউক্রেইনের সর্ববৃহৎ বন্দরনগরী দক্ষিণের মারিউপোলে রাশিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহারের অনির্ভরযোগ্য খবর তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইউক্রেইন কর্তৃপক্ষ।